ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা’ সূর্য সেন হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক।
গতকাল রোববার হলের সদ্য সাবেক প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়ার কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। বিশ্ববিদ্যালয়ের অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী ৩ শর্তে এ নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এর আগে, ২০১৯ খ্রিষ্টাব্দের ৫ মে বিশ্ববিদ্যালশের মাস্টার দা’ সূর্য সেন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া। তারই ৪ বছরের মাথায় এ পদে স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া।
জানা গেছে, ঢাবির হল প্রাধ্যক্ষের মেয়াদ ৩ বছর। একজন শিক্ষক সর্বোচ্চ দুই মেয়াদ হল প্রাধ্যকৃষ থাকতে পারেন। হল প্রাধ্যক্ষরা প্রভোস্ট বাংলোসহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন।