ঢাবির সড়কে ৩ দশমিক ১৪ কিলোমিটার পাইয়ের মান

আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন সড়ক জুড়ে প্রায় ৩ দশমিক ১৪ কিলোমিটারের বিশ্বের দীর্ঘতম দৈর্ঘ্যের ‘পাই (π)’-এর মান লেখা হয়েছে। বিশ্বের দীর্ঘতম এই ‘পাই এর মান লিখন’ কর্মসূচি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবন থেকে শুরু করে শহীদ মিনার, জগন্নাথ হল, ফুলার রোড, স্মৃতি চিরন্তন চত্বর, টিএসসি ও কাজী মোতাহার হোসেন ভবনসংলগ্ন ক্যাম্পাস সড়ক জুড়ে দেখা যায় পাই-এর মান লেখা। পাই-এর মানের ৩ দশমিক ১৪১৬ শুরু হয়, প্রায় ৬ হাজারের অধিক সংখ্যায় লেখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ে এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের সামনের রাস্তায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্ভাবনী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শুধু সংখ্যাতাত্ত্বিক দিক থেকেই নয়, গণিত, প্রকৌশল, কারিগরিসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় ‘পাই’-এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘতম এই ‘পাই এর মান লিখন’ কর্মসূচি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে গণিতের ব্যবহার সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সমন্বিতভাবে উদ্ভাবনী ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কেনো এমন উদ্যেগ গ্রহণ করা হয়েছে- জানতে চাইলে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান এবং ‘পাই’ লিখন কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শওকাত আলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ইউনেস্কো সাম্প্রতিক পাই দিবস গণিত দিবস হিসেবে ঘোষণা করেছে। আমাদের এমন উদ্যেগ যেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, এজন্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন কার্যক্রম হাতে নেওয়া। এছাড়া আমরা মনে করি এমন উদ্যেগে দেশের শিক্ষার্থীরাও বিজ্ঞান সম্পর্কে অনেক আগ্রহী হবে। ইতোমধ্যে আমরা যে প্রায় ৩ দশমিক ১৪ কিলোমিটার রাস্তা জুড়ে ‘পাই’-এর মান লিখেছি। সেটির ড্রোন শট ইতোমধ্যে নেয়া হয়েছে। খুব শিগগিরই আমরা সেই ভিডিও ক্লিপটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পাঠাবো। আমরা আশাবাদী, আমাদের শিক্ষার্থীদের এ উদ্যেগ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে। 

এদিকে মঙ্গলবার (১৪ মার্চ) ৪র্থ আন্তর্জাতিক গণিত উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে এ এফ মুজিবুর রহমান গণিত ভবন থেকে এক বর্ণাচা র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0050370693206787