গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশর (টিসিবি) ডিলারশিপ নেয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত মো. সাইফুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলায় নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১৯ ব্যক্তিকে টিসিবির ডিলার নিয়োগ দেয়া হয়। এর মধ্যে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম তথ্য গোপন করে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে নিজ নামে ডিলারশিপ নেন। এরই মধ্যে তিনি কয়েকবার তার প্রতিষ্ঠান ‘মেসার্স সাদিয়া ট্রেডার্সে’র নামের টিসিবির বরাদ্দ পণ্যউত্তোলন ও বিতরণ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, আমার ডিলারশিপ বাতিল হয়েছে। আর কোনো টিসিবির মাল পাব না।
এদিকে সহকারী শিক্ষক হয়েও তার এই ডিলারশিপ গ্রহণ করা সরকারি চাকরি নীতিমালা পরিপন্থি বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী।
তিনি বলেন, একজন সরকারি চাকুরে কখনোই সরকারের লাভজনক অন্য কোনো সুবিধা ভোগ করতে পারে না। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, বিষয়টি জেনেছি। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তার বিরুদ্ধে একটি রিপোর্ট দেওয়া হবে।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, তথ্য গোপন করার জন্য ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।