তামিম ইস্যুতে উত্তাল বাংলাদেশ ক্রিকেট। সংবাদ সম্মেলন ডেকে আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্তে হতবাক খোদ বিসিবিও। অবসরের সিদ্ধান্তের পর তামিমকে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিমের অবসর প্রসঙ্গে বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করে। সেসময় তামিমকে পাঠানো ক্ষুদেবার্তা প্রসঙ্গে কথা বলেন পাপন।
পাপন জানান, ‘তামিমের এমন সিদ্ধান্ত জানার পর আমি তার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হই। পরে তার বড় ভাই নাফিস ইকবালকে ফোন করে, তার খবর জানতে চাই। সেও তামিমের খবর দিতে পারেনি। পরে আমি নাফিসকে একটি মেসেজ দেই বিকেল ৫টা ২০ মিনিটে।’
পাপন আরও যোগ করেন, ‘তামিমকে দয়া করে জানিয়ে দেবেন যে, আমি চাই অন্তত এই সিরিজটা সে শেষ করুক অধিনায়ক হিসেবে। এরপর আমরা বসে আলোচনা করতে পারি কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। এটাই ছিল তার কাছে আমার প্রথম ম্যাসেজ। পরে আমি লিখি, তার মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের এভাবে অবসরে যাওয়া উচিত নয়। আপনার থাকাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ জবাবে নাফিস লেখেন, ‘অবশ্যই ভাই আমি আপনার ম্যাসেজ সম্পর্কে তাকে জানিয়ে দিব’।
তামিমকে এখনও ওয়ানডে দলে দরকার জানিয়ে বিসিবি সভাপতি বলেন বিশ্বকাপ, এশিয়া কাপে এখনো তাদের পছন্দ তামিমই। তিনি বলেন, 'আমি আবারও বলি ওকে আমাদের ওয়ানডে দলে দরকার। ও যদি সিদ্ধান্ত পরিবর্তন করে, সেই অপেক্ষা করব।’