তামিম ইকবালের অবসর প্রসঙ্গে আলোচনা যেন থামছেই না। হুট করে তার এমন অবসরের পেছনে অনেকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দায় দেখছেন। আসলেই কি পাপনের কোনো দায় আছে, নাকি অন্য কিছু? অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন পাপন।
গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিমের অবসর প্রসঙ্গে বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করে। সেসময় অবধারিতভাবেই তামিমের অবসরের পেছনে বিসিবি সভাপতির কোনো দায় আছে কিনা জানতে চেয়ে প্রশ্ন করা হয়।
কারণ, আফগানিস্তান সিরিজ শুরুর আগের দিন তামিমের ফিটনেস নিয়ে একটি বেসরকারি গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন পাপন। ফিটনেস নিয়ে তার করা মন্তব্যেই হয়তো অভিমান করে অবসরে গেছেন তামিম, এমন ভাবনা সমর্থকদের।
এই ইস্যুতে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই সিদ্ধান্তের সাথে আমার মন্তব্যের সংযোগ থাকা উচিত নয়। খেলার জন্য কেউ ফিট কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত আগেই জানাতে হবে। হয় আপনি ফিট, অথবা ফিট না। ফিট থাকলে দলে থাকবেন, না হলে নয়। আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এর ব্যত্যয় ঘটে। এটা আমি সবসময়ই বলবো। আমি তামিমকে ফোন করেছি, সে বলেছে সে খেলবে, আমাদের ফিটনেস টেস্টে সে ফিট। কথার মধ্যে কথা এসেছে তাই বলেছি। প্লেয়ার যদি ফিট বলে আর টেস্টে যদি বলে ফিট তাহলে বাদ দিয়ে দিব? কেউ যদি ফিট না থাকে কারো যদি সমস্যা থাকে, সে আমাদের বলতে পারে। আমাদের কিছু না বলে মিডিয়াতে বলার কারণ কী, আমি মনে করি এটা গ্রহণযোগ্য না।’
ক্রিকেটাররা যথাযথ সম্মান পান না বলেই হুট করে বিদায় দেন, এমন দাবিও মানতে নারাজ পাপন। তিনি আরও বলেন, 'কী সম্মান দেখাব তাদের? কী করতে হবে তাদের জন্য? ক্রিকেটাররা যদি বাংলাদেশে সম্মান না পায়, তাহলে কারা সম্মান পায়? এটা আমার জন্য খুবই শকিং। কেন ও কী কারণে সে এমন করল কিছুই জানি না আমরা। আমি রেগুলার ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলি, বলার চেষ্টা করি কিন্তু ওরা যদি এমন করে, তাহলে এই কথাবার্তার কালচারটা বন্ধ করতে হবে।'