ফিফা প্রীতি ম্যাচে সিশেলসকে হারিয়েছে বাংলাদেশ। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা।
লাল সবুজের হয়ে একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার তারিক কাজী। এতে প্রথমবারের মতো আফ্রিকার কোনো দলের বিপক্ষে জয়ের স্বাদ নিল লাল সবুজের জার্সিধারীরা।
এই ম্যাচ দিয়েই লাল সবুজের জার্সিতে অভিষেক হল বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের। ম্যাচের ৪৩ মিনিটে একমাত্র গোলটি পায় বাংলাদেশ। বক্সের একটু সামনে ফ্রি কিক নেন অধিনায়ক জামাল ভুইয়া। সিশেলসের ডিফেন্ডার বক্সের মধ্যে সেই শট হেডে ক্লিয়ার করতে গিয়ে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজীর সামনে পড়ে। আনমার্কড থাকা তারিক কাজী হেডে বল জালে জড়ান।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নিয়ে দর্শকদেরও ছিল না কোনো আগ্রহ। পুরো স্টেডিয়াম ছিল ফাঁকা। এমন দিনে বাংলাদেশ জিতলেও মন খুব একটা জিততে পারেনি। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেও খুব সুন্দর ও গোছালো ফুটবল খেলতে পারেনি। যদিও এই দুই ম্যাচের জন্য সৌদি আরবে দশ দিনের বেশি থেকেছেন জামালরা।
২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এই সিরিজের।