আফগানিস্তানে নারীদের বিষয়ে তালেবান শিক্ষানীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কাবুলের এক অধ্যাপক। তাকে জনগণের সামনে শাস্তি দিল তালিবান সরকার।
প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার পর সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে অসম্মানজনক ভাবে নিয়ে যাওয়া হয় অজানা কোথাও। তারপর থেকে আর অধ্যাপকের খোঁজ মিলছে না।
কাবুলের ওই অধ্যাপকের নাম ইসমাইল মাসাল। সাংবাদিকতা নিয়ে কাবুলের বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তিনি।
তালিবান সরকারের শিক্ষানীতির প্রতিবাদ জানিয়ে কিছুদিন আগে একটি টিভি চ্যানেলে নিজের উচ্চশিক্ষার সার্টিফিকেট ছিঁড়েছিলেন মাসাল।
অধ্যাপক মাসাল সেই দুঃসাহসেরই জবাব পেলেন বলে ধারণা করছেন অনেকে। তালিবান সরকারের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল হক হামাদ একটি টুইট করে জানিয়েছেন, শিক্ষক মাসাল গত কিছু দিন ধরেই সরকারের বিরোধিতা করে উস্কানিমূলক কাজ কর্ম করছেন। তাই তদন্তের সুবিধার জন্যই তাকে আটক করা হয়েছে।
যদিও তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে কিছু বলেননি হামাদ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।