নরসিংদীর মনোহরদী উপজেলায় অনুমতি ছাড়া প্রায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এক শিক্ষক। ছয় মাসের ছুটি নিয়ে ৯ মাস পার হলেও তিনি কর্মস্থলে যোগদান করেননি। উপজেলার ৩৪ নম্বর পূর্ব বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিকা সুলতানার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এদিকে শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে ওই বিদ্যালয়ে। একজন শিক্ষকের অনুপস্থিতিতে সমন্বয় করে অন্য শিক্ষকদের ক্লাস নিতে হচ্ছে। এতে বাড়তি চাপ পড়ছে তাঁদের ওপর।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সাদিকা সুলতানা ২০২২ খ্রিষ্টাব্দের জুনে ছয় মাসের জন্য চিকিৎসা ছুটি নিয়ে ভারতে যান। ২০২৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত তিনি বিদ্যালয়ে যোগদান করেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘ভারতে চিকিৎসা করানোর কথা বলে ২০২২ খ্রিষ্টাব্দের জুনে ছয় মাসের ছুটি নেন সাদিকা সুলতানা। ছুটি শেষ হলেও আর বিদ্যালয়ে আসেননি তিনি। পরবর্তী সময়ে জানতে পারি তিনি ঢাকায় অবস্থান করছেন। তাঁর বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে। একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়েছে। ছুটি শেষ হলেও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাদিকাকে অনুপস্থিত দেখানো হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।’
মুঠোফোনে সাদিকা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি হাইকমিশন থেকে ছুটি বৃদ্ধি করেছি। তা ছাড়া বর্তমানে অসুস্থ থাকায় বিদ্যালয়ে যোগদান করা সম্ভব নয়।’
এ ব্যাপারে কথা হলে মনোহরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঞা বলেন, ওই শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। ছুটি শেষ হলেও বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি কোনো জবাব দেননি।