তীব্র তাপপ্রবাহের কারণে দেশের স্কুল, কলেজ এবং মাদরাসা ছুটি ঘোষণা করা হলেও এ ছুটির আওতায় আসেনি বেশিরভাগ কিন্টারগার্ডেন স্কুল। গাজীপুরের শ্রীপুরে গতকাল রোববার থেকে বেশিরভাগ কিন্ডারগার্ডেন স্কুলগুলোতে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম।
গত শনিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের স্কুল, কলেজ, মাদরাসা বন্ধের ঘোষণা করে। তবে শ্রীপুরের কিছুসংখ্যক কিন্টারগার্ডেন স্কুলে চালু করা হয়েছে মর্নিং শিফট, চলছে পাঠদান কার্যক্রম। শিশুরা যেনো তাপপ্রবাহের তীব্রতা বাড়ার আগেই তাদের পাঠ্য কার্যক্রম শেষ করতে পারেন তাই এ ব্যবস্থা বলছেন কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকেরা।
এদিকে, একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা রোববার থেকে স্কুলের ক্লাসে অংশগ্রহণ করছেন। একদিকে তীব্র গরম অন্যদিকে লোডসেডিং সব মিলিয়ে সারা সময় হাঁসফাঁস করেন বেশিরভাগ শিশু শিক্ষার্থীরা।
আইসিডিডিআর,বি এক সতর্কবার্তায় জানিয়েছে তীব্র গরমে হিটস্ট্রোক রোধে যথাসম্ভব দিনের বেলা ঘরের বাহিরে কম বের হওয়া। একইসঙ্গে রোধ এড়িয়ে চলা, বাইরে বের হলে ছাতা, ক্যাপ বা টুপি ব্যবহার করা, বা কোনো কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতে, ঢিলে ঢালা জামা কাপড় পরিধান করতে, সহজে হজম হয় এমন খাবার, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতেও বলা হয় ওই সতর্কবার্তায়।
তবে কিন্টারগার্ডেন স্কুলের শিক্ষার্থীদের পরিধান করা ড্রেস সবসময় দেখা যায় সুসজ্জিত। প্যান্ট, শার্ট, জামা, জুতো, ক্যাপ, টাই এসব পরে ক্লাস করেন বেশিরভাগ শিক্ষার্থীরা। এই অবস্থায় তীব্র গরমে ক্লাস শেষে বাড়ি ফিরে অসুস্থতার কবলেও পড়ছেন কেউ কেউ।
এ ব্যপারে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যপারে আমরা কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।