তৃতীয় থেকে পঞ্চমের বই পরিমার্জন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

প্রাথমিকের পাঠ্যপুস্তকে কিছু পরিমার্জন হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকের পাঠ্যপুস্তকে জুলাই-আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের ইতিহাসের প্রতিফলন থাকবে। তিনি বলেন, ‘তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইতে সামান্য পরিমার্জন করা হয়েছে। প্রাথমিকের পাঠ্যপুস্তকে জুলাই-আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের ইতিহাসের প্রতিফলন থাকবে। ছবি ও গল্পের মাধ্যমে অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত থাকবে। পঞ্চম শ্রেণি পাস করে একজন শিক্ষার্থী যাতে পড়তে ও লিখতে পারে এবং যোগ-বিয়োগ-গুণ-ভাগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’ 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা গতকাল সোমবার রংপুরের আরডিআরএস ভবনের বেগম রোকেয়া হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪–এর আওতায় ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৫ প্রকল্পের জন্য ডিজাইনিং কর্মশালা’ উদ্বোধনের আগে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন তিনি।

 

বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোয়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই শিক্ষার উন্নয়ন হবে, এমনটা নয়। শিক্ষার গুণগত উন্নয়ন ঘটাতে হবে এবং প্রাথমিক শিক্ষার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের কাজ করতে হবে। তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করে লেখাপড়া আদায় করার মানসিকতা পরিহার করতে হবে। প্রাইমারিতে সব শিখিয়ে ফেলব, তা সঠিক নয়। পঞ্চম শ্রেণি পাস করে একজন শিক্ষার্থী যাতে পড়তে ও লিখতে পারে এবং যোগ-বিয়োগ-গুণ-ভাগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে কাজ করে যাব।’ মাতৃভাষায় সহজে পড়তে ও লিখতে পারার প্রতি মনোযোগ সৃষ্টি করার এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের প্রশিক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রিন্টিংয়ের কাজ চলছে এবং জানুয়ারিতেই প্রাথমিকের বই বিতরণ সম্ভব হবে উল্লেখ করে বিধান রঞ্জন রায় বলেন, ‘আমরা শিক্ষা উপকরণ দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, দুপুরের খাবার দিচ্ছি। পর্যায়ক্রমে সব স্কুলে দুপুরের খাবার দেওয়া হবে।’

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিকেলে রংপুরের পীরগঞ্জে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর গ্রামের বাড়িতে যান। উপদেষ্টা শহীদ আবু সাঈদের মা–বাবার সঙ্গে কথা বলেন।

সূত্র: বাসস


পাঠকের মন্তব্য দেখুন
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগে নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ - dainik shiksha পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছার আগে নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ ৭৫ হাজার শিক্ষার্থীর অভিভাবককে ইউএনওর খোলা চিঠি - dainik shiksha ৭৫ হাজার শিক্ষার্থীর অভিভাবককে ইউএনওর খোলা চিঠি শিক্ষকদের সতর্ক করে বদলি আবেদনের তারিখ ঘোষণা - dainik shiksha শিক্ষকদের সতর্ক করে বদলি আবেদনের তারিখ ঘোষণা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৯ ডিসেম্বর - dainik shiksha বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু ৯ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেয়া উচিত - dainik shiksha জুলাই আন্দোলনকে ভারতের স্বীকৃতি দেয়া উচিত please click here to view dainikshiksha website Execution time: 0.0029230117797852