প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার করে সুপার গ্রেডে অংশগ্রহণের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি। বুধবার (৩ জুলাই) সকাল থেকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নেতৃবৃন্দের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। নেতৃবৃন্দ জানান, তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।
তবে মঙ্গলবার কর্মকর্তাদের দুই গ্রুপে সংঘর্ষের কারণে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে অংশ নিতে নিষেধাজ্ঞা থাকায় তারা অবস্থান কর্মসূচি পালন করেনি। তবে তারা কর্মবিরতি পালন করছে।