রাজধানীর তেজগাঁও কলেজে ফিন্যান্স ক্লাবের উদ্যোগে ফল ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কলেজের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আঞ্জুমান আরা।
এতে সভাপতিত্ব করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ড. রেহানা শারমিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগসহ সব বিভাগের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অতিথিরা।
এ সময় অধ্যক্ষ বলেন, দেশীয় সংস্কৃতি ভিত্তিক এ ধরনের অনুষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে হওয়া প্রয়োজন।
উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় গতানুগতিক পড়াশোনার সঙ্গে শিক্ষা বান্ধব এ ধরনের অনুষ্ঠান খুবই জরুরি। ড. রেহানা শারমিন বলেন, এ ধরনের অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের গ্রুপ ওয়ার্ক ও কালচার শিখতে সহায়ক ভূমিকা পালন করে।