দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : রাজধানীর তেজগাঁও কলেজে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শিক্ষাবিদ ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবদুর রশীদকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এবং তৃতীয় মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আসাদুজ্জামান খান কামালকে এ সংবর্ধনা দেয়া হয়। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনের (সরিষাবাড়ি) সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে স্মারক বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার বজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা। এ সময় কলেজের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।