রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় প্রাইভেট কার থামিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনায় গুরুতর আহত অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল মারা গেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভুবন চন্দ্র শীল মারা যান বলে নিশ্চিত করেছেন তাঁর শ্যালক তাপস মজুমদার।
গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ভুবন চন্দ্র শীলের মাথায় অপারেশন করে দুটি স্প্লিন্টার বের করা হয়। তবে জ্ঞান না ফেরায় তিনি লাইফ সাপোর্টেই ছিলেন।
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝের সড়ক দিয়ে ভাড়ার মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন।
সেদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজাহারুল জানান, শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে আহত হন ভুবন।
এরপর তাঁকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।