রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন এক ছাত্রী ও তার স্বামীকে মারধরের পর স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা তানজির আরাফাত তুষারকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, গত রোববার সোহরাওয়ার্দী উদ্যানে ওই গৃহবধূ ও তাঁর স্বামীকে মারধর করা হয়। এ ঘটনায় বাদী হয়ে গত মঙ্গলবার দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন ওই গৃহবধূ। পরে অভিযান চালিয়ে তানজির আরাফাত তুষারকে গ্রেফতার করা হয়। তিনি ঢাবির কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্য আসামি হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রাহুল রায়। তিনি আইন বিভাগের ছাত্র। থাকেন জগন্নাথ হলে।
এজাহারে জানা যায়, বাদীকে হেনস্তা করেন আসামিরা। পরে স্বামীকে এলোপাতাড়ি আঘাত করা হয় এবং ১ লাখ ২০ হাজার টাকা দামের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।