বাংলা চলচ্চিত্রের নায়ক আরেফিন শুভ বলেছেন, সিনেমাকে এগিয়ে নিতে দর্শকদের এগিয়ে আসতে হবে। দর্শকরা সিনেমা না দেখলে আমার মাঠে গিয়ে হাল চাষ করতে হবে।
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের বসন্ত উৎসব অনুষ্ঠানে ‘উনিশ-২০’ সিনেমার প্রচারণায় এসে এসব কথা বলেন এ জনপ্রিয় নায়ক।
তিনি আরও বলেন, এখন দেশি কন্টেন্টের স্বর্ণযুগ চলছে। অনেক ভালো ভালো সিনেমা, নাটক, ওয়েব সিরিজ আসছে। ভালো ভালো কাজ হচ্ছে। আপনারা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন। অনলাইন প্লাটফর্মগুলোতেও এখন সিনেমা রিলিজ হচ্ছে। আপনারা ঘরে বসেও এখন সিনেমা দেখতে পারেন।
শুভ আরও বলেন, আমার ক্যারিয়ারের অন্যতম সিনেমা ‘ছুঁয়ে দিল মন’। সেটি সবারই ভালো লেগেছিলো। দর্শক-প্রিয়তায় অন্যতম ওই সিনেমা ভালোবাসার গল্পনির্ভর ছিলো। এরপর ‘উনিশ-২০’ আমার সবচেয়ে ভালোলাগার আরেকটি রোমান্টিক সিনেমা। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ’উনিশ ২০'-এ জুটি হিসেবে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু।