দশম গ্রেডে উন্নীত করার দাবিতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদ সম্মেলন করেছেন। একই সঙ্গে তাদের দাবি আজ বিকেল ৫টার মধ্যে পূরণ না হলে মঙ্গলবার থেকে সর্বাত্মক অনশন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্টর অডিটরা।
এর আগে গত রোববার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সিএজি প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনরত কর্মকর্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন অফিস সময়ে এ অবস্থান কর্মসূচি চলবে।