দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দাখিল পরীক্ষা। ২১ মার্চ পর্যন্ত দাখিলের লিখিত পরীক্ষা চলবে। আর ১৬ থেকে ৩০ মার্চের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। রোববার দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
এর আগে গত বৃহস্পতিবার দাখিল পরীক্ষার খসড়া সূচিতে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। অনুমোদিত সূচিটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছিলো।
জানা গেছে, পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ নম্বরে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের তিন ঘণ্টার লিখিত পরীক্ষায় বসতে হবে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের দাখিল পরীক্ষার রুটিন তুলে ধরা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।