চলতি বছরের দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে ১ হাজার ৩৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে সরকার। এদের মধ্যে ৬০০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৭৫০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। গভর্মেন্ট টু পারসন (জিটুপি) বা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেয়া হবে।
রোববার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গেজেট বা তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। তালিকা দেখতে ক্লিক করুন
জানা গেছে, মেধাবৃত্তিপ্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেয়া হবে। বার্ষিক এককালীন দেয়া হবে এক হাজার ৫০ টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত দাখিল উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ৬০০ টাকা দেয়া হবে। আগামী দুইবছর বৃত্তি সুবিধাভোগ করবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দিতে যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলতে বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হল।