আজ বুধবার থেকে দাখিল পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ঢাকা অঞ্চলের পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হবে। আর ৫ থেকে ১৪ ফেব্রুয়ারি বোর্ডের আঞ্চলিক কার্যালয় থেকে অঞ্চলের পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। এসব তথ্য জানিয়ে গতকাল মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
মাদরাসার প্রধানদের বোর্ডের আঞ্চলিক কার্যালয় থেকে ২০২২ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড। আর ঢাকা বিভাগের মাদরাসাগুলোর প্রধানদের মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে বলা হয়েছে।
জানা গেছে, ১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ, ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ, ৫ ফেব্রুয়ারি শরীয়তপুর, ৬ ফেব্রুয়ারি ফরিদপুর, ৭ ফেব্রুয়ারি ঢাকা, ৮ ফেব্রুয়ারি গাজীপুর, ৯ ফেব্রুয়ারি রাজবাড়ী, ১২ ফেব্রুয়ারি মাদারীপুর, ১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি নরসিংদী ও ১৫ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলার মাদ্রাসাগুলোর পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বোর্ড থেকে বিতরণ করা হবে। নির্ধারিত দিনে সকাল ১০ টা থেকে বিকাল তিনটার মধ্যে প্রধানরা বোর্ডের পরীক্ষার শাখা থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট টেবুলেশন শিট সংগ্রহ করতে হবে।
দাখিলের একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে মাদরাসার নিজস্ব প্যাডে প্রতিষ্ঠান প্রধানদের আবেদন করতে হবে। আবেদন পত্রে সুপার বা অধ্যক্ষ নিজে বা তার প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষরসহ একাডেমিক ট্রান্সক্রিপ্ট টেবুলেশন শিট দিতে বোর্ড আসতে হবে। ট্রান্সক্রিপ্ট সংগ্রহে মাদরাসার গভনিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির প্রতিস্বাক্ষর বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর আনতে বলা হয়েছে। তা হলে ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে না বলে জানিয়েছে বোর্ড।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।