দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক: নতুন শিক্ষাক্রম অনুযায়ী ২০২৪ খ্রিষ্টাব্দে মাদরাসায় দাখিলের নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক) বিভাজন থাকছে না।
সোমবার (৫ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের গবেষণা ও উন্নয়ন শাখার পরিদর্শক মুহম্মদ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, জাতীয় শিক্ষাত্রুম রূপরেখা-২০২১ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ হতে দাখিল নবম শ্রেণিতে বিভাগ থাকছে না। ফলে এতদিন ধরে নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীদের যে বিভাগ বিভাজন শুরু হত, এই শিক্ষাবর্ষ থেকে তা আর থাকছে না।
আগের শিক্ষাক্রমে মাদরাসার দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা সাধারণ, বিজ্ঞান, মুজাব্বিদ ও হিফজুল কোরআন-এ চারটি বিভাগে পড়াশোনা করতেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।