দাদার স্বপ্ন পূর‌ণে নাতির বি‌য়েতে পালকি

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি |

চার বেহারার পাল‌কি, পর‌নে কা‌লো সেরওয়া‌নি, মাথায় পাগ‌ড়ি প‌রে ক‌য়েকশ’ বরযা‌ত্রী নি‌য়ে নববধূ‌কে নি‌তে যা‌চ্ছেন বর। গ্রাম বাংলার এমন হারা‌নো ঐতিহ‌্য দেখ‌তে পে‌য়ে এলাকার মানুষজন রী‌তিম‌তো অবাক। গতকাল শ‌নিবার এমন দৃশ‌্য দেখা গে‌ছে কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলার রমনা এলাকায়। বর জাকা‌রিয়া সরকার স্ত্রী‌কে বরণ কর‌তে ব‌্যতিক্রমী উদ্যোগ নেন। বিষয়‌টি এলাকাবাসীর মা‌ঝে‌ হইচই প‌ড়ে‌ যায়। 

জানা গে‌ছে, বর জাকা‌রিয়া সরকার উপ‌জেলার রমনা মডেল ইউনিয়‌নের সরকারপাড়া গ্রা‌মের খ‌লিলুর রহমান সরকা‌রের ছে‌লে। এক ছে‌লে এক মে‌য়ের ম‌ধ্যে জাকা‌রিয়া বড়। তি‌নি জগন্নাথ বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে স্নাত‌কোত্তর পাস ক‌রে‌ছেন। বর্তমা‌নে তি‌নি বাবার ব‌্যবসা দেখাশোনা কর‌ছেন।

এদি‌কে, ক‌নে ফাতেমাতুজ জোহরা পিয়া একই গ্রা‌মের আবু জেয়াদ আজাদ বিপ্লবের মে‌য়ে। পিয়ার বাবাও হার্ডওয়া‌রের ব‌্যবসা ক‌রেন। দুই সন্তা‌নের ম‌ধ্যে পিয়া বড়। তি‌নি হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। শ‌নিবার বি‌কে‌লে পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌য়ে হয়।

‌বি‌য়ের দাওয়াত খে‌তে যাওয়া আবু ছা‌লেহ, শ‌ফিকুল ইসলামসহ ক‌য়েকজন জানান, পাল‌কি এক‌টি পুর‌নো ঐতিহ‌্য। আধু‌নিক এ যু‌গের বি‌য়ে‌তে সচরাচর বাস-মাইক্রোবাস দেখা যায়। কিন্তু জাকা‌রিয়ার বি‌য়ে‌ পাল‌কিতে হওয়ায় আমরা খুবই আনন্দিত। বিষয়‌টি সবাইকে মুগ্ধ ক‌রে‌ছে।

জাকারিয়ার গায়ে হলুদ থেকে শুরু করে বি‌য়ের প্রত্যেকটি আনুষ্ঠা‌নিকতাই ছিলো জাঁকজমকপূর্ণ। গায়ে হলুদ উপলক্ষে পুরুষ‌দের জন‌্য ১৫০ পাঞ্জাবি, নারী‌দের‌কে ২০০ শাড়ী উপহার দেন তি‌নি। 

ক‌নের বাবা আবু জেয়াদ আজাদ বিপ্লব দৈনিক শিক্ষাডটকমকে ব‌লেন, আমরা একই গ্রা‌মের। বি‌য়েতে পাল‌কি থাক‌বে এটা দুই প‌রিবা‌রের সম্ম‌তি ছিলো। পা‌ল‌কি গ্রাম বাংলার এক‌টি হারা‌নো ঐতিহ‌্য। এ প্রজন্ম পাল‌কির নাম শুন‌লেও চো‌খে দে‌খে‌নি। হারা‌নো ঐতিহ‌্যকে ধ‌রে রাখ‌তেই আমা‌দের এ আয়োজন। 

বর জাকা‌রিয়া সরকার দৈনিক শিক্ষাডটকমকে জানান, ক‌য়েক বছর আগে দাদা ওসমান আলী সরকার মারা যান। দাদার স্বপ্ন ছিল একমাত্র না‌তির বি‌য়ে হ‌বে পাল‌কি‌তে। তাছাড়‌া কা‌লের বিবর্ত‌নে গ্রাম বাংলার ঐতিহ‌্য পাল‌কি বিলুপ্ত হ‌য়ে গে‌ছে। দাদার স্বপ্ন পূরণ এবং হারা‌নো ঐতিহ‌্য ফি‌রি‌য়ে আন‌তে মূলত এ আয়োজন ব‌লেও জানান তি‌নি।


পাঠকের মন্তব্য দেখুন
ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের - dainik shiksha ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের - dainik shiksha ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের শিক্ষক আত্মগোপনে দায়িত্বে ছাত্ররা - dainik shiksha শিক্ষক আত্মগোপনে দায়িত্বে ছাত্ররা ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী - dainik shiksha ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0048651695251465