লাগাতার তিন দিনের কর্মসূচির ঘোষণা অনুযায়ী আজ বুধবার দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করছেন সারা দেশের শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। এ সময় শিক্ষা ক্যাডারে বিদ্যমান বিভিন্ন বৈষম্য দূর করার দাবি জানান তারা।
আজ বুধবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে দ্বিতীয় দিনের এই কর্মসূচি পালিত হয়েছে। দেশের সরকারি কলেজ, মাদরাসা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পর্যায়ের কলেজসমূহ, অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাসমূহে কর্মরত শিক্ষা ক্যাডাররা নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি পালন করছেন।
দাবিগুলোর পক্ষে বলা হয়, শিক্ষা ক্যাডারদের পদ ধীরে ধীরে বিলুপ্ত করে এসব পদে অন্যদের প্রাধান্য দেয়া হচ্ছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ খসড়া আইনে শিক্ষা ক্যাডার পদ বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া ১৫তম পে-স্কেল বাস্তবায়নে শিক্ষা ক্যাডারদের সর্বোচ্চ পদ রাখা হয়েছে চতুর্থ গ্রেডে। অন্য ক্যাডারদের পদোন্নতি হয় প্রথম গ্রেড পর্যন্ত।
ফলে পদোন্নতি না থাকায় শিক্ষা ক্যাডারদের জন্য রাখা ওপরের পদগুলো অন্য ক্যাডার থেকে পূরণ করতে হচ্ছে। এ ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই খাতের প্রতিটি গুরুত্বপূর্ণ পদগুলোতে শিক্ষা ক্যাডারদের পদ সৃষ্টি করা প্রয়োজন।
সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘আমাদের দাবিগুলো অযৌক্তিক নয়। আমি মনে করি, এসব ন্যায্য দাবি পূরণে সরকারেরও সদিচ্ছা রয়েছে।
তবে এখন পর্যন্ত দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।’