অবৈধ সনদে দীর্ঘ বারো বছর ধরে চাকরি করছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর গ্রামের মার্থা লিন্ডস্ট্রম নুরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. সাইদুর রহমান। জাল ও অবৈধ সনদধারীর বিষয়ে তথ্য যোগাড় করতে গিয়ে তার সনদের কপি দৈনিক আমাদের বার্তার হাতে এসেছে।
জানা গেছে, মার্থা লিন্ডস্ট্রম নুরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার শিক্ষক হিসেবে নিয়োগ পেতে মো. সাইদুর রহমান দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে নেয়া ২০১৪ খ্রিষ্টাব্দে একটি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের সনদ জমা দিয়েছেন। পরে তিনি আবার ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছেন।
জানতে চাইলে মো. সাইদুর রহমান তার সনদটি বৈধ বলে দাবি করেন। তিনি দৈনিক আমাদের বার্তাকে বলেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ খ্রিষ্টাব্দে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে অর্জন করা সনদ দিয়ে ২০১১ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি মার্থা লিন্ডস্ট্রম নুরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগার শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। ২০১৩ খ্রিষ্টাব্দের দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি শাখা বৈধ আছে তা ইউজিসি থেকে জানতে পেরে আমি এখানে ভর্তি হয়েছিলাম এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সনদ অর্জন করতে সক্ষম হই। আমার সনদ বৈধ।
যদি এই সনদ বৈধ হয় তাহলে কেনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ভর্তি হয়েছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্চশিক্ষা নিতে কি কোনো সমস্যা আছে? আমার মন চেয়েছে আমি ভর্তি হয়েছি।
জানতে চাইলে মার্থা লিন্ডস্ট্রম নুরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানছুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, উনার নিয়োগের সময় আমি ছিলাম না। আমি ২০১৪ খ্রিষ্টাব্দে এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি।
প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু দৈনিক আমাদের বার্তাকে বলেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় একটি বিতর্কিত বিষয়। কিন্তু তার নিয়োগের সময়ে আমি সভাপতির দায়িত্বে ছিলাম না।
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমি বিষয়টি জানলাম। অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।