২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী। গতবছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের পাসের হার ছিলো ৭৪ দশমিক ৪৮ শতাংশ। গত বছর এ শিক্ষা বোর্ড থেকে ৬ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার দিনাজপুর বোর্ডে পাসের হার ও জিপিএ- ৫ বেড়েছে।
আরো পড়ুন : শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নিজ নিজ শিক্ষা বোর্ড ও অনলাইনে একযোগে এ বছরের ফল প্রকাশ করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ফলের সারসংক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
বোর্ড জানিয়েছে, এবার মোট ১ লাখ ১২ হাজার ১১৫ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেন ৮৬ হাজার ৯৫৪ শিক্ষার্থী। এ বছর পাসের হার ও জিপিএ-৫ গতবারের তুলনায় বেড়েছে।
জানা গেছে, ১১টি সাধারণ বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন পরীক্ষার্থী। মোট পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গতবছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৫৯৫ জন। ২০২৩ খ্রিষ্টাব্দে পাসের হার ছিলো ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
আরো পড়ুন : দৈনিক শিক্ষাডটকমে ভর্তি বিজ্ঞাপন দিন ৩০ শতাংশ ছাড়ে
আরো পড়ুন : দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।