দৈনিক শিক্ষাডটকম, সিলেট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আনুমানিক ৩০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল আটটা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়।
সূত্র জানায়, সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করলে বিমানে তল্লাশি চালানো হয়। বিমানের ৩২ জে এবং ২১ এ বি সি সিটের নিচ ও ওয়াশরুম থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। এই বারগুলোর ওজন প্রায় ৩০ কেজি।
সিলেট শুল্ক বিভাগের অতিরিক্ত কমিশনার রাশিদুল আলম বলেন, ‘১০ তোলা করে ২৮০টি সোনার বার, ছয়টি লিক্যুড গোল্ড ডিমের ভেতর রয়েছে। এগুলো প্যাকটে আছে। সাবধানে খুলতে হবে। ডিম ভেঙে গেলেই মুশকিল। স্বর্ণকারকে আনা হচ্ছে। তারা এলে সঠিক হিসাব পাওয়া যাবে। সিলেট বিমানবন্দরে ঢাকা ও সিলেট শুল্ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছে।’