দুর্নীতিবাজ ধরতে রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকলে ভালো হতো : দুদক কমিশনার

ঝিনাইদহ প্রতিনিধি |

দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান খুবই নাজুক বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। দেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। 

তিনি আক্ষেপ করে বলেছেন, শুনেছি রক্ত পরীক্ষা করে নাকি খুনি শনাক্ত করা যায়। এমন একটি পরীক্ষা করে যদি দুর্নীতিবাজ ধরার ক্ষেত্রে আবিষ্কার হতো তবে জাতি উপকৃত হতো। দুর্নীতির বিরুদ্ধে দুনীতি দমন কমিশন (দুদক) জোরালো অভিযান ও জনমত গঠন করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী। 

গতকাল বুধবার ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে আয়োজিত দিনব্যাপী গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।

দুদক কমিশনার আরো বলেন, দুর্নীতি একটি প্রচীনতম রোগ। সৃষ্টির পর থেকে ছিলো। ভবিষ্যাতেও থাকবে। দুর্নীতি বিরোধীরা বলেন, দেশ রসাতলে গেছে। আর সরকারি দলের লোকজন বলেন, দেশে কোনো দুর্নীতি নেই। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দেশে এখন লাখ লাখ বা কোটি নয়, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে। 

তিনি বলেন, নিজে দুর্নীতি করে আমরা অপরকে দুর্নীতি না করার ছবক দিচ্ছি। এই প্রবণতা থেকে বের হতে হবে। দুর্নীতিবাজ ও ঘুষখোরদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। দুদকের একার পক্ষে দুর্নীতি নিমুর্ল করা সম্ভব নয়। দুনিয়া ও আখেরাতে ভালো চাইলে দুর্নীতির বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে। 

জানা গেছে, গণশুনানিতে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বিআরটিএ অফিসের বিরুদ্ধে। এই অফিসের ঘুষ বাণিজ্য ও গণহয়রানী নিয়ে একাধিক ব্যক্তি অভিযোগ করলে দুদক কর্মকর্তারা তিরস্কারের জড়িতদের দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। 

দিনব্যাপী গনশুনানিতে সেবাগ্রহীতারা বিভিন্ন সরকারি, আধা সরকারি অফিসের অনিয়ম, ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। বিভিন্ন অফিসের দুর্নীতি, হয়রানী ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে ১২৩ ব্যক্তি অভিযোগ করেন। এদিকে অভিযোগ দিয়ে অনেকের অভিযোগ তালিকাভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। গণশুনানিতে ঝিনাইদহ পৌরসভা, এসিল্যান্ড অফিস, পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ, বিএডিসি, পাসপোর্ট অফিস ও সেটেলমেন্টসহ ২১টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। এর মধ্যে দুইটি অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেয় দুদক।

ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক (অনুসন্ধান) জাকির হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, খুলনার পরিচালক মঞ্জুর মোর্শেদ, ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ঝিনাইদহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম এন শাহজালাল। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সমন্বিত জেলা দুর্নীতি দমন অফিসের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ।


পাঠকের মন্তব্য দেখুন
ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের - dainik shiksha ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের - dainik shiksha ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের শিক্ষক আত্মগোপনে দায়িত্বে ছাত্ররা - dainik shiksha শিক্ষক আত্মগোপনে দায়িত্বে ছাত্ররা ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী - dainik shiksha ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026919841766357