দুর্নীতির প্রতিবাদ করায় শিক্ষকদের পেটালেন সভাপতি-প্রধান শিক্ষক

দৈনিক শিক্ষাডটকম, চাঁদপুর |

দৈনিক শিক্ষাডটকম, চাঁদপুর : চাঁদপুরের হাইমচরে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় দুই শিক্ষকের ওপর হামলা চালানো হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নেতৃত্বে এ হামলার অভিযোগ উঠেছে।  

গত বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম আল মামুন সুমন আত্মীয়করণের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর, জেনারেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগে অনিয়ম করেন। সভাপতির আরেক আত্মীয় ফারুকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম শ্রেণির কোনো জাতীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। সেদিন হাইমচরে ওই পত্রিকা আসতে দেয়া হয়নি। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পরও প্রধান শিক্ষক পদে কতটি আবেদনপত্র জমা পড়েছে তা কেউ জানেনি। এমনকি শিক্ষক প্রতিনিধিরাও জানেন না।

 

আরও জানা যায়, বিদ্যালয়ে চলমান দুর্নীতি এবং অনিয়ম নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষকরা, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এবং ম্যানেজিং কমিটির একাংশ। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে কমিটি বিদ্যালয় পরিদর্শনে যায়। তদন্ত চলাকালে ঘটনাস্থলে ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে হট্টগোলের সৃষ্টি করে বহিরাগতরা। হট্টগোলের একপর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল ত্যাগ করেন।

এসময় হঠাৎ বিনা উসকানিতে বিদ্যালয়ের সভাপতি এস এম আল মামুন সুমন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলামের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা উপস্থিত শিক্ষকদের ওপর হামলা চালান।

হামলার শিকার বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি করে আসছেন। অন্যায়ের প্রতিবাদ করায় আমাদের গালিগালাজ এবং হুমকি-ধমকি দেন। এ ঘটনায় আমরা তার বিচার চাই।

হামলার শিকার আরেক শিক্ষক মাহবুবুর রহমান বলেন, সভাপতি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় তারা আমাকে হুমকি দেন। তারা আমার ওপর হামলা চালিয়ে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। আমি এই ঘৃণিত হামলার নিন্দা জানাই।

এ বিষয়ে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক ফারুকুল ইসলাম বলেন, এ বিষয়ে কথা বলার কিছু নেই। কারণ মামলা হয়েছে, সেখানে কথা হবে। যারা আমাদের বিষয়ে অভিযোগ করেছেন তা একেবারেই অসত্য।

ম্যানেজিং কমিটির সভাপতি সুমন সরদার বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমরা সবাই যখন একসঙ্গে বসেছি, শুধু আমাদের মধ্যে হট্টগোল হয়েছে। কেউ কারো শরীরে আঘাত করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল বলেন, বিষয়টি জানার পর আমি নিজে তদন্তে গিয়েছে। সবার সঙ্গে বসে মীমাংসা করার চেষ্টাও করেছি। কিন্তু সেখানে সবাই উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করে দেন। যে কারণে মীমাংসা করা সম্ভব হয়নি। বর্তমানে এ বিষয়ে মামলা চলমান। অভিযোগের বিষয়টি মামলার রায়ের পর বোঝা যাবে


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় - dainik shiksha অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ - dainik shiksha চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0023488998413086