এ বছর উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য সবচেয়ে বেশী আবেদন জমা পড়েছে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজে। ৯৮১টি আসনের বিপরীতে ৪৬ হাজার শিক্ষার্থী এ প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য পছন্দ তালিকায় সবার ওপরে রেখেছেন। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী এরপর রয়েছে- ঢাকার সরকারি বাঙলা কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সিটি কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, ঢাকার বি এ এফ শাহীন কলেজ, কবি নজরুল সরকারি কলেজের নাম। যদিও ঢাকা কলেজ, ভিকারুননিসা নূন কলেজের মতো অনেক শিক্ষা প্রতিষ্ঠানকেই শিক্ষার্থীদের পছন্দক্রমে শীর্ষ দশে পাওয়া যায়নি।
চলতি বছর একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। তবে ভর্তি পরীক্ষা হওয়ায় নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফসহ মিশনারি পরিচালিত কলেজগুলোকে কেন্দ্রীয় ভর্তি পরিসংখ্যানের অন্তর্ভুক্ত করা হয়নি। এগুলো বাদে দেশের সব কলেজ ও মাদরাসায় ভর্তিচ্ছুদের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হয়েছে।
কেন্দ্রীয় ভর্তি তালিকায় ভর্তিচ্ছুদের পছন্দে দ্বিতীয় স্থানে আছে রাজধানীর সরকারি বাঙলা কলেজ। এ কলেজে ১ হাজার ৬৮০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন বা পছন্দ তালিকায় কলেজটিকে রেখেছেন।
তৃতীয় অবস্থানে আছে ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। ১ হাজার ৯৯৫টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৭৬৮ শিক্ষার্থী এ প্রতিষ্ঠানটিকে পছন্দ তালিকা রেখেছিলেন।
চতুর্থ অবস্থানে আছে ঢাকা সিটি কলেজ। ৪ হাজার ৮২ আসনের বিপরীতে ৩০ হাজার ৭৬৮ শিক্ষার্থী কলেজটিকে পছন্দ তালিকায় রেখেছিলেন। পঞ্চম অবস্থানে আছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ। এ কলেজের ২ হাজার ১৮০ আসনে আবেদন করেছেন ৩০ হাজার ১৪৭ জন শিক্ষার্থী।
ষষ্ঠ অবস্থানে থাকা ঢাকার বি এ এফ শাহীন কলেজে ২ হাজার ২৩২ আসনের বিপরীত আবেদন পড়েছে ৩০ হাজার ১৪৭টি। সপ্তম অবস্থানের রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ১ হাজার ৬২১টি আসনে আবেদন পড়েছে ২৯ হাজার ৪১৬টি।
অষ্টম অবস্থানে রয়েছে চট্টগ্রামের বাকালিয়া সরকারি কলেজ। এ কলেজের ১ হাজার ৪২৫ আসনের বিপরীতে ২৯ হাজার ৬৯ শিক্ষার্থী কলেজটিকে পছন্দের তালিকায় রেখেছেন।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অবস্থান নবমে। কলেজটির ১ হাজার ৪০০ আসনে আবেদন পড়েছে ২৭ হাজার ৪০২ শিক্ষার্থীর।
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অবস্থান দশমে। এ প্রতিষ্ঠানের ১ হাজার ৭৩৫ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন।
ইতোমধ্যে একাদশে ভর্তি শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচিত হওয়া কলেজে ভর্তি হতে পারবেন।