শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে স্বল্পোন্নত দেশসমূহের ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে কাতার থেকে বুধবার দেশে ফিরেছেন তিনি। বুধবার তাদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ভিভিআইপি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মন্ত্রী মহোদয় দেশে পৌঁছেছেন।
এদিকে ৬৮ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রস্তুত করে ফেলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অনুমোদন পেলে এ ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।
তবে, বুধবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে আলোচনা হয়নি বলেও দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।