চোখে স্বপ্ন ছিল হেক্সা মিশন। মানে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়। কিন্তু ব্রাজিলের সেই স্বপ্নযাত্রা থেমে গেছে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে। অশ্রুসিক্ত বিদায় নিতে হয়েছে নেইমারদের।
কাতার বিশ্বকাপের এখনো রুদ্ধশ্বাস সব ম্যাচ বাকি। তবে ব্রাজিলের মিশন শেষ। কাতারকে বিদায় বলে বাড়ি ফিরতে শুরু করেছেন নেইমার-রিচার্লিসনরা।
শনিবার সকালেই দোহার দ্য ওয়েস্টিন হোটেল ছেড়ে গেছেন নেইমাররা। আপাতত গন্তব্য লন্ডন। সেখান থেকে আবার রিও ডি জেনিরোর বিমান ধরবেন দলের বেশির ভাগ খেলোয়াড়। ব্রাজিলের দৈনিক ও’গ্লোবো জানিয়েছে এমনটি।
ভিনিসিউস জুনিয়র, অ্যালেক্স সান্দ্রো, ব্রুনো গিমারেস, আলিসন ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ব্যক্তিগত ব্যবস্থায় নিজ নিজ গন্তব্যে যাবেন। বাকিরা শনিবার সকালে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ভাড়া করা বিমানে দেশের পথ ধরেছেন।
প্রথমে বিমানটি যাবে লন্ডনে। ইউরোপের ক্লাবে যারা খেলেন, তারা নেমে যাবেন সেখানে। কেউ ছুটি কাটাবেন। কোচিং স্টাফ ও ব্রাজিলের লিগে খেলেন এমন খেলোয়াড়দের নিয়ে লন্ডন থেকে বিমান যাবে রিও ডি জেনিরোতে।