ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্ত বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ শিক্ষকদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন। গতকাল সোমবার তারা রাজধানীর মগবাজারে দেশের শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা ‘দৈনিক শিক্ষা ডটকম অফিস পরিদর্শনে আসেন। এ সময় তাদের স্বাগত জানান দৈনিক শিক্ষাডটকম সম্পাদক ও দেশের শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা’র প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান খান।
আগত অতিথিদের হাতে সম্পাদক সিদ্দিকুর রহমান খান তার লেখা সদ্য প্রকাশিত বই ‘কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা’ অতিথিদের হাতে তুলে দেন।
এ সময় দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তা পরিবারের সঙ্গে আলোচনায় বাংলাদেশ ও ভারতের শিক্ষাব্যবস্থার সমস্যা ও করণীয় এবং সাম্প্রতিক শিক্ষানীতির নানা বিষয় উঠে আসে।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নানসহ শিক্ষানুরাগী ব্যক্তিরা।
আগত অতিথিদের মধ্যে ছিলেন- ড. স্বাতী মৈত্র, ড. পলাশ মন্ডল, অভিজিৎ চ্যাটার্জি, সুমন ঘোষ, দিনেশ দলুই, স্বাধীন ঝা, আহ্লাদ চন্দ্র মাহাত, পল্টু মন্ডল, প্রমুখ। তারা দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তার ভূয়সি প্রশংসা করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।