দৈনিক শিক্ষাডটকম এর যুগপূর্তির মিলনমেলায় শিক্ষা পরিমণ্ডলের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের ঢল নেমেছিলো। অনেকে সপরিবারেরে এসে মেতে উঠেছিলেন উৎসবে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা অবধি এ আয়োজন জমেছিলো জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে।
সভাপতি, প্রধান অতিথি ও অতিথি সমৃদ্ধ মঞ্চ না সাজিয়ে প্রচলিত ধারার বাইরে দিনের আয়োজন শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সভাপতি শাহীনুর আল আমিনের নেতৃত্বে সমবেত গানের দলের সঙ্গে হলভর্তি দর্শক দাঁড়িয়ে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। এরপর স্বাগত বক্তব্য দেন শিক্ষাবিষয়ক ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম সম্পাদক ও দেশের শিক্ষাবিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান খান। তারপর প্রথম দফায় কেক কাটেন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। পরে আরও দুদফায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন যথাক্রমে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. মো. মোজাম্মেল হক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ।
অনুষ্ঠানে দফায় দফায় ফুলের তোড়া দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক প্রতিনিধিরা দৈনিক শিক্ষাডটকমকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বক্তব্যে তারা শিক্ষা বিষয়ক রিপোর্টিংয়ের জন্য দৈনিক শিক্ষাডটকম এর ভূয়সি প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, স্বাধীনতা বিশেষ সাধারণ শিক্ষা সংসদ এর সদস্য সচিব ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ সৈয়দ জাফর আলী, দৈনিক আমাদের বার্তার প্রকাশক শ্রাবস্তী আহম্মদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মাজহারুল হান্নান, দৈনিক শিক্ষাডটকম এর উপদেষ্টা সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনটি (ডিআরইউ) সেক্রেটারি মইনুল হোসেন সোহেল, বিশিষ্ট সাংবাদিক মুন্নী সাহা, প্রভাষ আমিন, সাবেক কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক খান হাবিবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, সাবেক অতিরিক্ত সচিব ও ভোক্তা অধিকারের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি নৃপেন্দ্র কুমার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বাবুল, মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মো. জহির উদ্দীন হাওলাদার ও মহাসচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ বিদ্যালয় সহকারি গ্রন্থাগারিক সমিতির সভাপতি এফএম কামরুল হাছান, কেন্দ্রীয় নেতা আবিদ হাসান, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতির সভাপতি শামছুল আলম, বাংলাদেশ কারিগরি সহ শিক্ষার বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।
অনুষ্ঠান উপলক্ষে প্রেস ক্লাব অডিটোরিয়াম সাজানো হয় রঙেবেরঙের বেলুন এবং দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তার বিভিন্ন আকৃতির ব্যানার দিয়ে। মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানে আসা অতিথিদের হাতে দৈনিক শিক্ষাডটকম এর যুগপূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিন তুলে দেয়া হয়। অতিথিরা সবাই দৈনিক শিক্ষার সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।