দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: দেশের শিক্ষা বিষয়ক পরিপূর্ণ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের নাম ও লোগো ব্যবহার করে একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব ফেসবুক গ্রুপ ও পেজে নানা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে শিক্ষকরা জানিয়েছেন। এসব গ্রুপ ও পেজে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও খবর থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পেশাদার ও অভিজ্ঞ সাংবাদিক পরিচালিত শিক্ষা বিষয়ক একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম কর্তৃপক্ষ।
দৈনিক শিক্ষাডটকমের একটি ফেসবুক পেজ-গ্রুপ পরিচালনা করে কর্তৃপক্ষ। সেগুলো হলো, DainikShiksha (https://www.facebook.com/dainikshiksha) এবং DainikShiksha (Official) ✅ (https://www.facebook.com/groups/361464854782558)। এ পেজ ও গ্রুপ ছাড়া অন্যন্য পেজ বা গ্রুপগুলো ভুয়া। সেগুলোর সঙ্গে দৈনিক শিক্ষাডটকম কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই।
তাই এ দুটি পেজ বা গ্রুপ ছাড়া দৈনিক শিক্ষাডটকম বা দৈনিক শিক্ষা নাম ব্যবহার করে খোলা অন্যান্য ফেসবুক পেজ ও গ্রুপগুলোতে রিপোর্ট করতে সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা সংশ্লিষ্ট দর্শক-পাঠকদের অনুরোধ জানিয়েছে শিক্ষা বিষয়ক পরিপূর্ণ ডিজিটাল পত্রিকাটির কর্তৃপক্ষ।
বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, দৈনিক শিক্ষা- Dainik Shiksha নামের একটি ভুয়া ফেসবুক পেজ আমার নজরে এসেছে। সেখানে ‘অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ’ নামের একটি ভুয়া ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। যে ফেসবুক পেজটি আমার না। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
আরো জানা গেছে, দৈনিক অনলাইন শিক্ষা, দৈনিক শিক্ষাবার্তা, শিক্ষাবার্তা, দৈনিক শিক্ষার আলো ইত্যাদি ফেসবুক পেজ খুলে দাবি করা হচ্ছে তারাই দৈনিক শিক্ষাডটকম। তারা আবার সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে কথিত সাংবাদিক পরিচয়পত্র বা আইডি কার্ড বিক্রি করছে বলেও জানা গেছে। খুব শিগগিরই এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।