দ্বিতীয় ধাপের ভর্তি শেষে গুচ্ছ ভর্তি পদ্ধতির অর্ন্তভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ১২৬টি আসন ফাঁকা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।
তিনি বলেন, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইটি মেধাতালিকা থেকে মোট ২ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ২ হাজার ৭৬৫টি। প্রথম ধাপে ভর্তি হয়েছিলো ১ হাজার ৮৬২ জন। দ্বিতীয় ধাপে ভর্তি হয়েছেন ৭৭৭ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টিতে এখনো ১২৬ টি আসন ফাঁকা রয়েছে।
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে ভর্তি পরীক্ষা কমিটির। ভর্তি প্রক্রিয়ার পরিকল্পনা অনুযায়ী আগস্টের মাঝমাঝি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।