দ্বিতীয় মেয়াদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক পদের দায়িত্ব পেলেও তা ছেড়ে দিয়েছেন অধ্যাপক ড. আইনুল ইসলাম। দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় তার নিয়োগটি বাতিল করা হয়েছে। অন্য অধ্যাপকদের সুযোগ দিতেই অপারগতা প্রকাশ করেছেন বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন অধ্যাপক ড. আইনুল ইসলাম।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিযুক্ত করে গত ৩১ আগস্ট অফিস আদেশ জারি করা হয়। তবে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় পূর্বের অফিস আদেশ বাতিল করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. আইনুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, একজন বার বার দায়িত্ব পালন করলে অন্য শিক্ষকরা সুযোগ পাবেন কিভাবে। আমি একবার দায়িত্ব পালন করেছি। তাই দ্বিতীয়বার দায়িত্ব পেলেও সবার মতামত নিয়ে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।