দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: দ্রব্যমূল্য পরিস্থিতি সহনশীল অবস্থায় আছে বলে মনে করেন কৃষিমন্ত্রী আবদুস শহীদ। তবে তিনি বলেছেন, ডিম মজুতদারির খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি তদারকি করা হবে।
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের দ্রব্যমূল্য নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। আমাদের মূল্য পরিস্থিতি সহনশীল অবস্থায় আছে। এতে কোনো সন্দেহ নেই।’
সভার আলোচনার বিষয় বলতে গিয়ে আবদুস শহীদ বলেন, বোরোতে উৎপাদন ভালো হয়েছে। চালের কোনো ঘাটতি নেই। দামও স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছু কম হয়েছে, তবে আমদানি উন্মুক্ত আছে। পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি। হিমাগারে ডিম মজুতদারির খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি তদারকি করা হবে।
কৃষিমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাজারব্যবস্থা যাতে আরও সুন্দরভাবে নিশ্চিত হয়, সে জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন তাঁরা। অতীতেও একমত ছিলেন। এখন নতুন নতুন বিষয় যোগ হয়েছে। তা নিয়ে আলোচনা করা হয়েছে।