দশম গ্রেডভুক্ত জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে নিয়োগ প্রত্যাশীরা। তারা জানিয়েছেন, দ্রুত চুড়ান্ত ফল প্রকাশ না করলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানবন্ধন করেন চাকরি প্রত্যাশীরা। ‘জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ প্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ- এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফল প্রত্যাশীরা আরো বলেন, মৌখিক পরীক্ষায় মোট ৭ হাজার ২০০ প্রার্থী ৩ হাজার ৬১ পদের বিপরীতে অংশগ্রহণ করেন। গত ১১ থেকে ২২ আগস্ট পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি দেয়ার ফলে প্রতিষ্ঠানটি আমাদের ৪-৫ দিনের মধ্যে ফল প্রকাশের প্রতিশ্রুতি দেয়। কিন্তু এখন পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি।
তারা বলেন, দ্রুত সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে আমাদের ফল প্রকাশের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ না নিলে আমরা রাজপথে আমাদের আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
চাকরিপ্রার্থীরা বলেন, ২০২১ খ্রিষ্টাব্দের অক্টোবরে এটার সার্কুলার হয়। দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পর আমরা ১০ মে ২০২৩ খ্রিষ্টাব্দে লিখিত পরীক্ষার ফল পাই। এরপর অনেক সময় অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য। বিভিন্ন ধাপে মৌখিক পরীক্ষা নেয়ার পর চলতি বছরের ২৭ মে মৌখিক পরীক্ষা শেষ হয়। কিন্তু এখন পর্যন্ত ফলাফল দিচ্ছে না। তাই আমরা এসেছি দ্রুত চূড়ান্ত ফল দিতে হবে।
প্রসঙ্গত, জুনিয়র ইন্সট্রাক্টর এ নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাসেঁর অভিযোগ উঠেছে- এমন প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছিলো।