মানব সভ্যতার বিকাশের সাথে সাথে নগরায়ন ও শিল্পায়ন সমান তালে বাড়ছে যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তাই দীর্ঘমেয়াদে মানব কল্যাণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কারণ সমগ্র পৃথিবীব্যাপি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের ফলাফল স্বরূপ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে।
ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ধরা এর আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, রোমান ক্যাথলিক চার্চের আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রুজ, ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ,
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্টা এম এস সিদ্দিকী, নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম, আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়ক ফাদার জোসেফ গোমেজসহ অন্যান্য নাগরিক নেতৃবৃন্দ।ওই সংবাদ সম্মেলনে নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।