দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর : নরসিংদীর বেলাব উপজেলার চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকা অবস্থায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে হারুন অর রশিদ মিঞার বিরুদ্ধে। ওই ঘটনার মামলায় সাত মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন তিনি। এরপর তথ্য গোপন করে গাজীপুর কালীগঞ্জের পুনসহি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগ দিয়েছেন ওই শিক্ষক।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ খ্রিষ্টাব্দের ৭ জানুয়ারি পুনসহি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগ দেন হারুন অর রশিদ মিঞা। সেখানে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া বিদ্যালয়ের অর্থ জালিয়াতিসহ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ‘ট্যাব’ আত্মসাতেরও অভিযোগ ছিল। বিদ্যালয়টির পরিচালনা কমিটি হারুন অর রশিদ মিঞাকে গত বছরের ৩০ অক্টোবর প্রধান শিক্ষকের পদ থেকে বরখাস্ত করে। এরপর তিনি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যান। বিদ্যালয়ে আসেন না।
পুনসহি উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি ও সাধারণ শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হারুন অর রশিদ মিঞা বিদ্যালয়ের শিক্ষকদেরও নানাভাবে হয়রানির করতেন।
তবে অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, ‘আমাকে অযথা অপবাদ দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত বলেন, হারুন অর রশিদ মিঞার নিয়োগের সময় মামলার বিষয়টি তাঁদের জানা ছিল না।
কালীগঞ্জ ইউএনও মো. আজিজুর রহমান বলেন, ধর্ষণের বিষয়টি নিয়ে মামলা করা হয়েছে।