রাজধানীর স্বনামধন্য ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ‘অতিরিক্ত’ ফি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক-শিক্ষার্থীরা। তারা ফি কমানোর দাবিতে আর্জি জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ বরাবর।
সূত্রমতে, কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তি ফি নেয়া হয় ৮ হাজার টাকা, এরপর দ্বিতীয় বর্ষে নেয়া হয় ১১ হাজার টাকা। ফের টেস্ট পরীক্ষার আগে সার্ভিস চার্জ হিসেবে চাওয়া হয়েছে ৮ হাজার ৩শ’ টাকা। এরই প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকরা আন্দোলন করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের টিসি দেয়ার হুমকি দেয়া হয়েছে। তারা বলছেন, ভর্তির সময় ৮ হাজার টাকা ফি হলে দ্বিতীয় বর্ষের ভর্তি ফি কি করে ১১ হাজার টাকা হয়। এ ছাড়াও কোনো কারণ ছাড়াই সার্ভিসচার্জের নামে ৮ হাজার ৩শ’ টাকা কীভাবে দাবি করে? এই অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও অভিযোগ দায়ের করেন তারা।
এতে বলা হয়, এইচএসসি ২০২৩ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে ৮ হাজার ৩শ’ টাকা অজানা সার্ভিস চার্জের নাম করে পরিশোধ করতে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে। এই চার্জের বিষয়ে শিক্ষার্থী অভিভাবকরা জানতে চাইলে তারা কোনো ব্যাখ্যা দেননি।