দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ : নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশের ১ একর জমি থেকে দখল ছেড়ে দিয়েছে ভারত। গত রোববার সীমান্ত পিলার ২৫৭/১৯-আরআইয়ের কাছে ভারতের রামচন্দ্রপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মধ্য দিয়ে ৪৬ বছরের এ ভূমিবিরোধের সমাধান হয়।
গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন।
বিজিবি জানায়, বাংলাদেশের পক্ষে মো. হামিদ উদ্দিন এবং বিএসএফের পক্ষে ১৬৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আরপিএস রাঠ্ঠির মধ্যে রোববার বৈঠক হয়। এতে উভয় দেশের ভূমি জরিপের ফল পর্যালোচনা করা হয়। তাতে বিরোধপূর্ণ ভূখণ্ডটি বাংলাদেশের বলে নিশ্চিত হলে উভয় দেশের জরিপ অধিদপ্তরের প্রতিনিধিরা নতুন শূন্যলাইন চিহ্নিত করে ১০টি পিলার স্থাপন করেন।
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির অধীন এলাকার সীমান্ত পিলার ২৫৭/২০-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর নামক স্থানে প্রায় ১ একর জমি ১৯৭৭ খ্রিষ্টাব্দ থেকে ভারতের দখলে ছিল।
এ বিষয়ে গত বছরের ১২ এপ্রিল বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে উভয় দেশের জেলা পর্যায়ের ল্যান্ড সার্ভেয়াররা প্রাথমিকভাবে বিরোধপূর্ণ জমির বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাই ও জরিপ করেন। সেই জরিপে বিরোধপূর্ণ জমিটি বাংলাদেশের ভূখণ্ড বলে নিশ্চিত হয়। পরে চূড়ান্ত জরিপের ভিত্তিতে ওই জমি বাংলাদেশ অংশে রেখে নতুন করে পিলার স্থাপন করা হয়।