কক্সবাজারে ঈদগাঁ আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের নকলে বাধা দেয়ায় কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষকদের হুমকি দেয়ার হচ্ছে। কয়েকজন পরীক্ষার্থীদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পরীক্ষা কেন্দ্র দায়িত্বরতরা। এ ঘটনায় গতকাল বুধবার কেন্দ্র সচিব মনছুর আলম থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানানো হয়েছে, চলমান দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ এর দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মো. মহিউদ্দিন এবং কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কিছু শিক্ষার্থীকে নকল বা অসদুপায় অবলম্বন ঠেকাতে নানা উদ্যোগ নেন। এতে নকলে বাধা সৃষ্টি হওয়ায় কিছু পরীক্ষার্থী দিন দিন ক্ষিপ্ত হতে থাকে। সর্বশেষ গত ৯ মে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তার কেন্দ্রের মাঠে রাখা মোটরসাইকেলে ব্যবহৃত হেলমেট না দেখে খুঁজতে থাকেন। না পেয়ে পরে সিসি ক্যামরা ফুটেজ দেখে নিশ্চিত হয় হেলমেটটি কিছু পরীক্ষার্থী নিয়ে কেন্দ্রের বাইরে রাস্তায় ছুড়ে ফেলে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক ও কর্মকর্তাদের গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। এতে অবশিষ্ট পরীক্ষা সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন কেন্দ্র সচিব মনছুর আলম।
মামুনুর রশিদ ও আব্দুর নুর রিহাম নামের দুই পরীক্ষার্থীসহ তাদের সহযোগী আরো ৩০-৪০ জনকে বিবাদি করে গতকাল বুধবার ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন কেন্দ্র সচিব মনছুর আলম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঘটনাটি তদন্ত করে এর পেছনে কোনো ইন্ধন আছে কি-না তা খতিয়ে দেখা হবে।