ময়মনসিংহের ভালুকায় এইচএসএসি পরীক্ষায় নকলে সহযোগিতা করায় এক প্রভাষক ও ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩০ জুন) সকাল সোয়া ১০টার দিকে মাহমুদপুর সাহেরা সাফায়েত কল্যাণ কলেজে এই ঘটনা ঘটে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনূর খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এইচএসএসি পরীক্ষায় নকলে সহযোগিতা করায় প্রভাষক সাদিকুর রহমান এবং উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৯টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর ৭৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। যা গতবারের চেয়ে ১১ হাজার ৯৭৫ জন বেশি। এবারের পরীক্ষায় ময়মনসিংহ জেলার ২৯ হাজার ৬৮২ জন, জামালপুরের ১২ হাজার ৩৪৬ জন, নেত্রকোনার ১০ হাজার ৬৬৬ জন ও শেরপুরের ৬ হাজার ৪৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সকাল ১০টায় কড়া নজরদারির মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।