দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় ৪৬টি কেন্দ্রে নকল করার দায়ে ৯৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন ধারায় শাস্তি দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
রোববার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য ৯৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন ধারায় শাস্তি দিয়েছে।
পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০১২ থেকে শাস্তির ধরন শিক্ষর্থীদের নিজ দায়িত্বে জেনে নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ।
১১টি শিক্ষাবোর্ডের অধীনে এবার ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে।
এর মধ্যে ৯টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলো ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছেন মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষা দেন ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।