নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি |

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনা ও দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

এরপর শুরু হয় বিজয় শোভাযাত্রা। বাদক দলের বাদ্য যন্ত্রের তালে, বিজয় স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর ‘বঙ্গবন্ধু ভাস্কর্য’ ও ‘চির উন্নত মম শির’-এর বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচীতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সুজন আলী, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী মো. জোবায়ের হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ ছাত্র-শিক্ষকসহ অন্যরা। বিশ্ববিদ্যালয় পরিবার ছাড়াও শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বঙ্গবন্ধু নীল-দল, বিভিন্ন ডিন অফিস, চারটি হল প্রশাসনসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উদযাপনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগিতায় আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ক্যাম্পের উদ্বোধন করেন। দুপুর ২টায় শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক কর্মকর্তাদের খেলাধুলো অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১২ টায় বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজয় দিবসের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রফেসর ড. সৌমিত্র শেখর। 

তিনি বলেন, আজকে এমন একটি দিন যে দিনে সারা বাংলাদেশে খুশির জোয়ার এসেছিলো, বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল, এবং জয়বাংলা ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল। এই জয়ধ্বনি দিয়ে যে মানুষটি নির্দেশ দিয়েছিলেন সেই মানুষটি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 

বিজয় দিবসের প্রত্যয় নিয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের যে সরকার রয়েছে যে সরকার আমাদের স্মার্ট বাংলাদেশ গড়বার প্রত্যয় ব্যক্ত করেছে এই প্রত্যয়টিকে সফল করাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা বলতে চাই, এই চ্যালেঞ্জ মোকাবিলায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম। আলোচনা করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সুজন আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি মাসুম হাওলাদার, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী মো. জোবায়ের হোসেন। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. তপন কুমার সরকার।

এরপর বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি ও সমন্বিত হল প্রশাসনের অংশগ্রহণে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটা থেকে শুরু হয় পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় পরিবেশিত হয় নাটক পারপার। নাটকটি রচনা করেন নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা, নির্দেশনায় ছিলেন ফাহিম মালেক ইভান।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ - dainik shiksha ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস পিটিয়ে হত্যার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা - dainik shiksha পিটিয়ে হত্যার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো - dainik shiksha দ্বাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা - dainik shiksha ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.003061056137085