জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান।
বুধবার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি বিশ্ববিদ্যালয়) মোছা. রোখছানা বেগমের সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
২০২২ খ্রিষ্টাব্দের ৩০ জুন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদ শূন্য হয়। ওইদিন সর্বশেষ অফিস করে বিদায় নেন তৎকালীন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালালউদ্দিন। এরপর ১৬ মাসের বেশি সময় এ পদটি শূন্য ছিল। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। অবশেষে বিশ্ববিদ্যালয়টিতে কোষাধ্যক্ষ নিয়োগ দিলো সরকার।
এদিকে, বুধবার জারি করা কোষাধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১২ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমানকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, যোগদানের দিন থেকে আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর চাইলে প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
কোষাধ্যক্ষ পদে যোগদানের আগে সর্বশেষ আহরিত বেতন-ভাতার সমপরিমাণ অর্থ মাসিক সম্মানী পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।