রাজধানীর স্বনামধন্য নটর ডেম কলেজে ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ বুধবার থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। মোবাইলে ব্যাংকিং অ্যাকাউন্ট বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের এ টাকা দিতে হবে। এ কলেজে ভর্তিতে পরীক্ষা নেয়া হবে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের। এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।
আবেদন যেভাবে :
জানা গেছে, নিজস্ব পদ্ধতিতে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে মিশনারি পরিচালিত নটর ডেম কলেজ। কলেজের নিজস্ব ওয়েবসাইটে (ndc.edu.bd) ৭ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেয়া হবে।
যেভাবে ফি জমা :
ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। কলেজের নির্ধারিত নম্বরে (০১৯৪৭৭৭৩৭০৩) এ টাকা পাঠাতে হবে।
নূন্যতম যোগ্যতা :
বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চতর গণিতসহ জিপিএ-৫। দুই ভার্সনে মানবিক বিভাগে ভর্তির নূন্যতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে জিপিএ-৩ আর ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪ দশমিক ৫০।
কোন বিভাগে কত আসনে ভর্তি :
জানা গেছে, বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে ১ হাজার ৮০০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বিভাগের ইংরেজি ভার্সনে আসন সংখ্যা ৩০০। মানবিক বিভাগে ৪১০ আসনে ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষা যেভাবে :
নটর ডেম কলেজে ভর্তির আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়া হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসির সংক্ষিপ্ত সিলেবাসে নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের পরীক্ষা নেয়া হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান পরীক্ষা নেয়া হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেয়া হবে।
তবে, বিজ্ঞান থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদন করা শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের প্রশ্নে পরীক্ষা দিতে হবে। একইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে ভর্তির আবেদন করা প্রার্থীদের পরীক্ষা হবে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নে।
দিতে হবে মৌখিক পরীক্ষাও :
এসএসসির জিপিএ ও লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ২ হাজার ১০০ শিক্ষার্থীকে, বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনের ৪০০ শিক্ষার্থীকে, মানবিক বিভাগের ৬০০ শিক্ষার্থীকে ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এসএসসির জিপিএ, ভর্তি পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।
ধূমপায়ীদের আবেদনের প্রয়োজন নেই :
নটর ডেম কলেজ জানিয়েছে, যারা ধূমপান করে ও যারা ইউনিফরম পরতে বা নিয়মিত ক্লাস করতে চায় না তাদের আবেদন করার প্রয়োজন নেই। ভর্তির জন্য কোচিং করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।