‘প্রদীপ্ত প্রত্যয়ে প্রজ্বলিত ৭৫’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২০২৪ খ্রিষ্টাব্দে দেশের স্বনামধন্য নটর ডেম কলেজ ৭৫ বছর পা রাখতে যাচ্ছে। এ উপলক্ষে ৭৫ বর্ষপূর্তি উৎসবের প্রস্তুতি উৎসবের সূচনা হয়েছে।
বুধবার কলেজের খেলার মাঠে ২৫ থেকে ২৭ জানুয়ারি ৩ দিনব্যাপী কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি উপলক্ষে এই উৎসবের লোগো ও থিম সংগীতের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, আগামী ২৫ থেকে ২৭ জানুয়ারি এ উৎসবে অংশ নিতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী মঙ্গলবার (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে।
জানা গেছে, ৭৫ বর্ষপূর্তি উৎসবে অংশ নিতে কলেজের বর্তমান ও প্রাক্তন নটরডেমিয়ানদের রেজিস্ট্রেশন ১ অগাস্ট থেকে শুরু হয়ে চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। কলেজে বুথ থেকে রেজিস্ট্রেশন করা যাবে (রোববার থেকে বৃহস্পতিবার)। এ ছাড়া অনলাইনেও রেজিস্ট্রেশন করা যাবে।
রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে কলেজে ওয়েবসাইট (ndc.edu.bd) ও অফিসিয়াল ফেসবুক পেজ (Notre Dame College, Dhaka)।
প্রস্তুতি উৎসবের সূচনা অনুষ্ঠানের শুরুতেই নটর ডেম কলেজের ৭৫ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্তমান ছাত্রদের কাছে প্রত্যাশা শীর্ষক মূল্যবোধের ক্লাস ছিলো। পরে ক্লাস শেষে উপহার দেয়া হয়। এরপর ছাত্ররা সারিবদ্ধ হয়ে কলেজটির খেলার মাঠে সমবেত হন। সেখানে সূচনা-অনুষ্ঠানে বক্তব্য দেন আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ও কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও।
পরে উদ্বোধন করা হয় উৎসবের লোগো ও থিম সংগীত। পরে বেলুন উড়িয়ে ৭৫ বর্ষপূর্তি উৎসবের সূচনা করা হয়। এছাড়া কলেজের এক শিক্ষার্থীর তৈরি ড্রোনে করে কলেজের ৭৫ বর্ষপূর্তি উৎসবের লোগো সম্বলিত পতাকা উত্তোলন করা হয়। পরে ৭৫ বছরের পূর্তি উপলক্ষে আর্চবিশপ বিজয় এন ড‘ ক্রুজ এবং কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও রেজিস্ট্রেশনের উদ্বোধন করেন।
সব শেষে কলেজটির শিক্ষক, আগত অতিথি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজটির মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কলেজটির মাঠ প্রদক্ষিণ করে নটর বিশ্ববিদ্যালয় হয়ে কলেজটির পার্শ্ব সড়ক প্রদক্ষিণ করে কলেজটির মূল ফটকে এসে শেষ হয়।
এর আগে কলেজটির অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও এক সংবাদ সম্মেলনে ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে কলেজের নানা আয়োজনের প্রস্তুতির কথা জানান।
প্রসঙ্গত, ভারত বিভাজনের পর কলেজ প্রতিষ্ঠার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানে সরকারের আমন্ত্রণ পেয়ে তৎকালীন আর্চবিশপ লরেন্স গ্রেনারের তৎপরতায় ও পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের সিদ্ধান্ত অনুসারে ঢাকার লক্ষ্মীবাজারে হলিক্রস ফাদাররা ১৯৪৯ খ্রিষ্টাব্দের ৩ নভেম্বর সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয়ের পরিবর্ধিত রূপ হিসাবে সেন্ট গ্রেগরিজ কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৫৪ খ্রিষ্টাব্দে কলেজটিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে মতিঝিল থানার অন্তর্গত আরামবাগে স্থানান্তরিত করা হয় এবং যিশু খ্রিষ্টের মাতা মেরির নামে কলেজটি উৎসর্গ করে নটর ডেম কলেজ নাম রাখা হয়। ফরাসি শব্দগুচ্ছ ‘নোতো দাম’ অর্থ আমাদের নারী, যা মা মেরিকে ইঙ্গিত করে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।