বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে অভিনন্দন জানিয়েছে দেশের বিচাকরদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন। একইসঙ্গে দেশের সব বিচারকের পক্ষ থেকে প্রধান বিচারপতি হিসেবে তার সফলতা এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করেছেন সংগঠনটির নেতারা।
বুধবার এসোসিয়েশনের সভাপতি এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া এবং মহাসচিব মো. মজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে আরো বলা হয়, বিচারকরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন তার যোগ্যতা, দক্ষতা, বিচারিক অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বে বিচার বিভাগে আধুনিকতা ও গতিশীলতা আসবে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষকে বিচারিক সেবা দেয়ার ক্ষেত্রে বিচার বিভাগ আরো কার্যকর ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।